আমাদের গল্প
"বাসা কিংবা অফিসের ফার্নিচারগুলোকে আমরা একটু কমপ্লেক্স করে ফেলছি না তো?"
আমাদের গল্পের শুরু এই প্রশ্ন থেকে। নিজেরা কখনোই চাইনি বেশি দামে অপ্রয়োজনীয় ডিজাইন দিয়ে ঘর সাজাতে। কিন্তু বাজারে তা পাওয়া যেত না। তাই 'উপকরণ' প্রতিষ্ঠার আগে নিজেরাই নিজেদের আসবাব বানাতাম।
ইন্টেরিওর ডিজাইন আর মার্কেটিং এর অভিজ্ঞতা নিয়ে আমরা ভাবছিলাম, আমাদের মতো আপনারও হয়তো একই সমস্যা ফেইস করতে হচ্ছে। তাই আপনার ঠিক যা প্রয়োজন তাই নিয়ে আসার প্ল্যান করি আমরা।
আমরা মনে করি, এই আরবান কালচারে যেখানে আপনার ঘরের প্রতিটি ইঞ্চির জন্য পয়সা গুনতে হয়, সেখানে অতিরিক্ত খরচ আর আড়ম্বরের কোনো মানে হয় না। তাই মিনিমালিজমের প্রতি আমাদের বিশ্বাস। কেবল নান্দনিক শিল্প হিসাবে নয়, একটি দর্শন বা জীবনবোধ হিসাবেও।
আমাদের প্রতিটি ডিজাইনে অপ্রয়োজনীয় কিছু নেই। সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার, সহজ ও কার্যকর। আর সৌন্দর্য? তা তো দেখছেনই!
রাত জেগে স্কেচের পর স্কেচ, ফাইলের পর ফাইল নষ্ট করে আমরা ডিজাইন ফাইনালাইজ করেছি। প্রোটোটাইপ বানিয়েছি আমাদেরই গ্যারেজে। আমরা দৃঢ়ভাবে মনে করি, আসবাবপত্র এত জটিল হওয়া উচিত নয়।
আপনিও যদি তাই ভেবে থাকেন, আপনাকে স্বাগতম!